হিয়ার টানে সুরের মিলন,

কানে পৌছয় রোজ প্রভাতে,

তখন তোমার রেওয়াজে মন,

তানপুরাটির লাগাম হাতে ;

ঊষার আলোর রংতুলিতে,

ভোরের জলছবি আঁকা ,

চিলেকোঠার ঘুলঘুলিতে,

প্রজাপতি মেলছে পাখা।

 

পুজার ডালি হাতে নিয়ে

যাবে কখন দেবালয়ে?

প্রতীক্ষাতে প্রহর গুনি,

একদৃষ্টে কষ্ট সয়ে;

আঁচল উড়ল দমকা হাওয়ায়,

আলুথালু অগোছালো চুল

মুখের ওপর হাথ যে বুলায়,

রূপের মায়ায় হয়েছিল ভুল ;

তবে বুঝেছি আলোর মাঝে

তুমি এক মরীচিকা ,

বারির মিথ্যে স্বপ্ন পোড়াতে ,

 লেলিহান বহ্নিশিখা !  

Print Friendly, PDF & Email
Previous articleMy Last words for you
Next articleমৃত্যু
Pritam Bhowmick
A new generation poet who loves to experiment. Feelings are expressed with simplicity in his poems. He composes passionately and expects to strike a chord in the mind of every reader.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments