যাযাবর মন বলছে তোকে,

সংগী হবি, ধরবি আমার হাত….

মিনিস্কার্টে সুর্পনাখা…বল সকলে,

কেয়া বাত !! কেয়া বাত !!

শরীর খুঁজিস, শরীর মাঝে….

সোহাগ করিস, নাটক করিস কত

রাত ফুরোলে ফেলিস ছুড়ে,

আস্তাকুঁড়ের আবর্জনার মত ॥

আতরমাখা ভালোবাসা….

চিন্হ রাখে বলবি তাকে স্বেচ্ছা,

রঙিন শহর জনম্ দিল,

আবার কোন, “বাজে – মেয়ের কেচ্ছা”

ভাবিস বুঝি , আমায় নিয়ে

জানিস, আমি তোর কারনে কাঁদি,

স্ব্প্ন দেখি বলবি এসে….

ঘর বাঁধবি, করবি আমায় শাদি ॥

~ বিষ ~
Print Friendly, PDF & Email
Previous articleজল-শহর থেকে বলছি-১
Next articleAchievement of Astrology in Solving 10 Regular Problems!
Shibaji Das
ইচ্ছে করে তোর সীমানা বাঁধি, আদরমাখা বায়নাগুলোও ক্ষুদে || রোদ নামলে বাড়ির পথ ধরিস, ভালোবাসার জন্ম যে বুদ্বুদে ||
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments