একাকী বসিয়া রই
প্রতীক্ষা নাহি সই ,
বধূর সাজ হইল ম্লান ;
অপেক্ষার ও নাই অবসান।

তোমা বিনা জীবন শূন্য ,
সহনশীলতা হইল ক্ষুন্ন ;
উত্তর আজ ও খুঁজিয়া বেড়াই
গিয়া কেন আজ ও ফের নাই।

দিয়েছিলে কথা মোরে ,
কভু ভুলি নাই তারে ;
গৃহকোণ আজ ও নিরালা ,
সহিতে না পারি বিরহ জ্বালা।

ধুধু করে উঠান খানি ,
প্রত্যাশা মোর হয়ত ভাবি;
সহসা আসিয়া বলিবে বুঝি ;
“প্রিয়া ! এই তো এসেছি আমি। ”

 

~ বিরহ ~

Print Friendly, PDF & Email
Previous articleকলেজের দিনগুলি
Next articleDui bondhu
ESHITA ROY
I am a simple girl with passion of art n writing.. i love travelling n fun making
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments