মানুষের মন,

বড়ই বিচিত্র কারখানা,

না খুনসুটি করছি না,

দেখলে অবাক লাগে,

আমরা কেমন দাবার চালের

মধ্যে দিয়ে চালনা করি

জীবনের গতিপথ,

হ্যাঁ

আমরা গ্র্যান্ডমাস্টারই বটে ।

এইত সেদিনও তুমি

কেমন সাধারন ঘরের

সাধারন একটি মেয়ে ছিলে,

বিচিত্র জীব তো ছিলেনা,

তখন আমি পাশে ছিলাম,

কিন্তু তোমার

হারিয়ে যাওয়া বন্ধুরা,

ছিল ধোঁয়াশার আড়ালে,

যেই খুজে পেলে তাঁদের,

হয়ে গেলে এক বিচিত্র জীব ?

যে হাঁসে, কাঁদে সবই করে,

কিন্তু সাথে সাথে

মানুষকে প্রয়োজন ফুরলে,

ছুড়ে ফেলে দিতেও জানে,

এটাই তোমার কাছে

হয়ত এগিয়ে চলা,

তবে হতাশ আমি

এর মধ্যে দেখে,

ঠকানোর শিল্পকলা …

~ বড়ই বিচিত্র কারখানা ~
Print Friendly, PDF & Email
Previous articleMay Hatpakha sooth everybody’s senses !
Next articleআমার তুমি
Pritam Bhowmick
A new generation poet who loves to experiment. Feelings are expressed with simplicity in his poems. He composes passionately and expects to strike a chord in the mind of every reader.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments