জীবনের নদী           মরনের তরী
প্রকৃতির সাথে সাথে
ঘটে দিনরাত          জীবনের পাঁচসাত
সময় ধারার বেগে;
জীবনের গড়া          জীবনের ভাঙা
তবু প্রেম ভালোবাসা
জীবনের ধারা          মরনের খেয়া
প্রকৃতির আশা ।
এই নিয়ে বয়ে চলে
জীবনের নদী
আপনার তরী ।।

স্তব্ধতা এসে          অন্ধকারে মিশে
নিঝুম প্রকৃতি
চঞ্চল করে মন          হৃদয়ের ঝন ঝন
ভাঙা গড়া স্মৃতি;
উত্তাল ঢেউ          কাছে নেই কেউ
হৃদয়ের ছোট্ট আশা
কাছে নিয়ে আমি          যেন এক তরী
সে যে প্রেম ভালোবাসা ।
এই নিয়ে বয়ে চলে
জীবনের নদী
আপনার তরী ।।

আষাঢ়ে বাতাসে          একাকী বসে
অঝোরা পৃথিবী
কম্পিত হৃদয়ে          স্তব্ধতা বয়ে
নিশ্চুপ আমি;
হাল ধরে আমি          হাল ছেড়ে আমি
হালায় একাকী
তবু আমি শক্ত          তবু আমি স্তব্ধ
নিয়তির সাথী ।
এই নিয়ে বয়ে চলে
জীবনের নদী
আপনার তরী।।

আমি যদি কবি          আমি তবে ভাবি
স্বপ্ন জীবন মোর
আমি যদি প্রেমি          তবে ভালোবাসি
বাসনা জীবন ঘোর;
আমি যে আমি          জীবনের নদী
বাস্তব জীবন স্রোত
জীবনের গড়া          জীবনের ভাঙা
ক্ষনিকের শ্লোথ ।
এই নিয়ে বয়ে চলে
জীবনের নদী
আপনার তরী ।।

Print Friendly, PDF & Email
Previous articleMonthly Horoscope: August 2014
Next articleFact Of Love
Suman Sahu
সুমন কুমার সাহু এর ছেলে বেলা কেটেছে নিয়ম মাফিক পড়া ও খেলার মধ্যে ।" আমি ছোট্ট বলে একলা ঘরে , পথের পানে চাই /বাইরে যাওয়া মায়ের মানা ,পড়ার ঘরে ঠাই ".-এক কোথায় এই ছিল তাঁর ছেলেবেলা ।তবু তিনি দুষ্টু ই ছিল। বাড়ির ছাদ ও জানালা ছিল কবিতার হাত ছানি । তখন থেকে কবিতা লেখা । তিনি আবৃত্তি করে অনেক পুরস্কারেও ভুষিত হয়েছেন ।প্রথাগত বিদ্যায় স্নাতকোত্তর পেরিয়ে এখন সরকারী আধিকারিক পদে কর্মরত ।নতুন প্রযুক্তির সাথে হাত মিলিয়ে ইন্টারনেটে কবিতা লেখেন । নিজের ফেসবুক পেজ “কবিতা তোমাকে” ।এবং সমসাময়িক বিভিন্ন ই-মাগ্যাজিন ও প্রিন্ট ম্যাগাজিন এও লেখা প্রকাশিত হয়েছে ।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments