কাশিদাশী মহাভারত খানা খুলেও মন বসাতে পারলেন না বাগ্মীদেবী। সটান চোখ চলে গেল মোড়ের মাথার নতুন স্পোকেন বেঙ্গলী সেন্টারের দিকে। নীচে আবার ছোট করে ব্র্যাকেটে লেখা – লীডার ইন বেঙ্গলী এডুকেশন। ফোঁস করে নিঃশ্বাস ছাড়েন – চতুর্দিকে ব্যাঙের ছাতার মত এসব গজিয়ে উঠছে আজকাল।

অথচ এই বাংলা ভাষাকে প্রথমে মাতৃদুগ্ধ ও পরে গোরুর দুধের মতই জ্ঞান করে এসেছেন তিনি। কথা শিখেই মাকে ডেকেছিলেন মাতেঃ। নীচের তলার লাভলী কাকিমার বক্তব্য, ওটা ছিল মা দে! তবে এর শাস্তি তিনি পেয়েছেন – দুই ছেলে বাংলায় ফেল।

আজ কত স্মৃতি যেন ভীড় করে আসছে চোখের পাতায়। চাকরী জীবনের শুরু কেল্লাফতে ন্যুডলস কোম্পানীর কলসেন্টার দিয়ে – প্রথম বছরই স্টার পারফর্মার পুরস্কার। কিন্তু একটা ফোন তাঁর জীবনের মোড় ঘুড়িয়ে দিল যেন। ফিক্ করে হেসে ফেললেন বাগ্মীদেবী।

–শুভসন্ধ্যা, তৎক্ষনাত্ কেল্লাফতে সহায়তা কেন্দ্রে আপনাকে স্বাগত।

–ইয়ে হাই .. থ্যাঙ্কস … ইয়ে … জাস্ট ব্যট ইয়োর কেল্লাফতে ন্যুডলস্। ক্যুড ইউ প্লীজ হেল্প মী ইন কুকিং?

–অবশ্যই। আমি কি ভবদীয় স্যাম মিশ্রের সহিত বাক্যালাপ করিতেছি?

–ইয়েপ … দ্যটস করেক্ট

–আমাদের দলিল অনুসারে আপনার দূরভাষ সংখ্যা হইল, নবম নবম অষ্টম পঞ্চম প্রথম সপ্তম তৃতীয় তৃতীয় দ্বিতীয় পঞ্চম।

–ইয়েপ

–কেল্লাফতে ন্যুডলস্ পরিবারে আপনাকে স্বাগত। অগ্নিপ্রক্ষালক যন্ত্রদ্বারা আপনার উনানে অগ্নিসংযোগ করুন।

–ওঃ শীট্ … দিস ব্লাডি লাইটার … ক্যান আই ইয়ুস ম্যাচস্টিক ইনস্টীড?

– অবশ্যই। আপনি আপনার দিয়াশলাই খোলটিকে উল্লম্ব ভাবে ধরিয়া কাঠিটি দৈর্ঘ্য বরাবর চাপিয়া সজোরে নিম্নদিকে নিক্ষেপ করুন।

–থ্যাঙ্কস্, আই ক্যান সী দ্য ফায়ার

–আপনি বুদ্ধিমান। অগ্নিসংযোগ করিয়া একটি পাত্রে ত্রিশ চামচ জল নিন।

–ওয়েল … দ্যটস দ্য প্রবলেম … ক্যান আই ইয়ুস অ্য কাপ অফ ওয়াটার?

–সানন্দে। আপনি বিচক্ষণ।

–ওয়েল …সো হাউ লং আই স্যুড ওয়েট?

–তাপমাত্রা একশত হউক আগে।

–আন্ডারস্টুড … মে আই ট্যচ এন্ড সী?

–দয়া করিয়া অস্থির হইবেন না, তাহাতে অধিক বিপদ। ধৈর্য ধরুণ যতক্ষণ না জল সমুদ্রের ফেনিল জলরাশির ন্যায় আন্দোলিত হয়।

– ইয়েহ, আই হ্যাড ফিজিক্স

– ব্যক্তিগত তথ্য পরিবেশনের জন্য ধন্যবাদ।

– ও মাই গড, ইটস বয়লিং. অ্যাম প্রেটি সিওর… ক্যান সী দ্য ওয়েভস

– আপনি করিতকর্মা। দয়া করিয়া কেল্লাফতে ন্যুডলস্ নিক্ষেপ করুন। এক হস্ত তফাৎ হইতে মশলা প্রদান করুন।

–ইয়ে… হ্যোয়াই সো ফার?

– নতুবা তপ্ত তাপে উহা গরম মশালায় রূপান্তরিত  হইবেক। আপনার ন্যুডলস আর কেল্লাফতে রহিবে না।

– উপস্, অ্যাম সরি।

– আপনি কৌতুহলী

– ওয়াও, ইটস্ অসাম …ডিলিশিয়াস! মে আই নো ইয়োর নেম ম্যাম?

– আমি বাগ্মী

– থ্যঙ্কস্ ব্যাগ্মী।

– আপনি খাদ্যরসিক। দয়া করিয়া উষ্ণাবস্থায় সেবন করুন – শুভরাত্রি।

এভাবে পরপর সাতদিন চলার পর আর পারলেন না। শেষমেষ রোজ নিজে হাতে কেল্লাফতের দায়িত্বটা নিয়েই ফেললেন বাগ্মীদেবী। সেবছরই এক্সট্রা মাইলার খেতাবটা পেলেন শ্রীমতী বাগ্মী মিশ্রা।

ঝাপসা চোখে বইয়ে চোখ রাখলেন –  মহাভারতের কথা অমৃতসমান।

 

~ কেল্লাফতে ন্যুডলস্ ~

Print Friendly, PDF & Email
Previous articleছোটবেলার সাথে হঠাৎ দেখা
Next articleত্রিকূট দর্শন (দ্বিতীয় পর্ব)
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments