বিষমাখা তীর পরম যতনে,

যান্ত্রিকতার পরতে

রেখেছিলো কোনো ইস্পাত-পাখি,

কালোধোঁয়া ওঠা শরতে

আড়মোড়া ভেঙে জাগুক বিবেক,

করতালি দিক সকলে

গরমিল কই ? হিসেবে পটু,

মাথাটাও নিলো দখলে ||

কোলাহলে মোড়া প্যাকেজ গল্প,

কালো খুলিতেই আছে বন্ধ

বিচলিত প্রাণ – বিবর্ণ চোখ,

রক্তে বারুদে গন্ধ ||

~ অন্তর্হিত ~

 

Print Friendly, PDF & Email
Previous articleএকটি খবর
Next articleআপদ
Shibaji Das
ইচ্ছে করে তোর সীমানা বাঁধি, আদরমাখা বায়নাগুলোও ক্ষুদে || রোদ নামলে বাড়ির পথ ধরিস, ভালোবাসার জন্ম যে বুদ্বুদে ||
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments