হে রাত্রির যবনিকায় ঢাকা রিক্ত চন্দ্রিমা !
তোমার রূপসম্ভার আজ কালিমালিপ্ত –
চতুর্দিকে বিক্ষিপ্ত , ক্ষধার্ত কুমিরের লালায় সিক্ত ;
সৃষ্টির উর্ধ্বে যার স্থান –
সে আজ সমগ্র সৃষ্টির বাসনা মেটাবার অজুহাত ;
অধিকারহীনতার কেন্দ্রবিন্দতে ভর করে থাকা রজনী
এই বুঝি সর্বহারার ব্যর্থ কাহিনী ;-
ক্লান্ত শরীর আর ক্লান্ত প্রাণের বোঝা ছাপিয়ে
জঞ্জালমাখা সমাজদরিয়ায় সে ভেসে যায় ।
পরবন্দী, পরদাসী
সুস্থ জীবনের অভিলাষী ।

হ​য়ত কোনদিন নির্মল রবি জাগবে
চন্দ্রিমার ব্যথা হরে নিয়ে যাবে –
আত্মার উষ্ঞতায় ঢাকবে শরীরের শীতলতা; আনবে
স্রোতহীন সলিলে নব প্রাণের আবিলতা,
ততদিন শুধু অপেক্ষা ।

~ রিক্ত চন্দ্রিমা ~
Print Friendly, PDF & Email
Previous articleস্বপ্নে রাঙানো সুরগুলি
Next articleDistance Matters
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments