অসম্ভব বর্ণচোরা আজকের বিদঘুটে রাত ।

একটা বাজে বিচিত্র অনুভুতি ॥

রাত গাঢ় হচ্ছে আশ্চর্জ রকম দ্রুততায় ।

আমি হারিয়ে যাচ্ছি আরও দ্রুত ॥

শীতের হালকা তীর গুলো বিধছে ।

একের পর এক ভেহিকল গুলো ওভারটেক করছে ॥

ঝাপটা লাগছে ,ঠান্ডা হাওয়া ,আর বিশ্রী ধোয়ার ।

বিকট শব্দ কান ঝালাপালা করে দিচ্ছে ॥

চোখের তারা নিভে আসছে ।

মাথাটা ঘুরছে প্রচণ্ড – কিন্তু আমি ধীর স্থির ॥

রাত গাঢ় থেকে গাঢ় তর হচ্ছে ।

আমার চিন্তার জালও বিস্তৃত হচ্ছে ॥

কোনও জলধারায় নিজেকে ভাসিয়ে দিতে ইচ্ছে করছে ।

ইচ্ছে করছে অতীতে ,অন্ধকারে নিজেকে বন্দী করতে ॥

ইচ্ছে করছে পৃথিবীকে ভাসিয়ে দিতে রক্ত স্রোতে ।

কালো রাতের কালো আকাশে স্পষ্ট দেখছি “ঝড়” আসছে ॥

একটা “লাল” আভা চাদরের মত নেমে আসছে ।

হঠাত্‍ বাতাসে জীবনের স্পন্দন পাচ্ছি ॥

ঘ্রাণে সুবাস , শ্রবনে উল্লাস ,দর্শনে আবিষ্কার ।

স্পষ্ট দেখছি আমার রক্তে পবিত্র হচ্ছে ধরিত্রী ॥

~ রাত বদলের উপাখ্যান ~

Print Friendly, PDF & Email
Previous articleEdward Albee’s The Zoo Story
Next articleMiracles That Happen Everyday
Sabyasachi Ray
writes poem,short story from coochbehar,west bengal
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments