সূর্য বুঝি হাসছেনা আজ ?

ম্রিয়মান পৃথিবী ,

আজ বুঝি আর আসবেনা তুমি ,

জড়তা ধরেছে ঘিরে ,

হয়ত আমার সময় এসেছে

মিশে যেতে ঐ ভিড়ে ,

যেই ভিড়েতে পথ চলে ,  

পরাজিত পথিকেরা ,

আলাদা করে কেউ চেনেনা ,

কেউ বলেনা সেরা ,

সবাই সেখানে রয়েছে মোড়া

সাধারণতার চাদরে ,

তাইতো কৃষ্টি লালিত সেখানে ,

কি ভীষণ অনাদরে ;

হয়ত আমার সময় এসেছে

মিশে যেতে ঐ ভিড়ে ,

আজ বুঝি আর আসবেনা তুমি ,

জড়তা ধরেছে ঘিরে । 

~ মেঘ ~
Print Friendly, PDF & Email
Previous articleহাসি
Next articleEverybody wants to eat, but nobody wants to grow.
Pritam Bhowmick
A new generation poet who loves to experiment. Feelings are expressed with simplicity in his poems. He composes passionately and expects to strike a chord in the mind of every reader.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments