দিগন্তে কাজলের দাগ-ইতস্তত মেঘেদের আনাগনা,

কিশোরীর এলোমেল চুল-আভাস দেয় ঝড়ের পূর্বাভাস,

ধুসর বালুকা তট তার অহঙ্কারে নোনা।

প্রান্তিক শিকড়ের ডাক-জেলেনীর জলে ভেজা চোখ-

জানান দেয়,

আর তার বোধহয় আসা আর হবে না ।।

তবুও,

বৈকুন্ঠ‍ জীবনে নিয়ত তার যাওয়া আসা,

নতুন প্রাপ্তীর শেষে খালি হাতে ফেরা-

কাদা মাটি ধু-ধু বালুকাময়,

ঐ-ওইতো দূরে ণীল জলরাশি-

পুড়ে যাওয়া সিগারেটে দেহের সমাপ্তি,

গনিতে গদ্দ্য লেখা, পদ্দ্য যায় হেসে,

ভাগফল নিরাশা ,ভাগশেষের সমাপ্তি স্মৃতিতে ।।

~ ভাগশেষে ~

Print Friendly, PDF & Email
Previous articleপাঁক
Next articleমোনালিসা , শুধু তোমার জন্য (চতুর্থ এবং শেষ পর্ব)
PRITHWIRAJ JANA
B.Tech from H.I.T & M.Tech from S.E.T.& having 4 International journals.Also obtained his professional qualification on The American Society For Nondestructive Testing.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments