চল ছুটে যাই সহজ পাঠ আর কুমোর পারার দেশে।
সিং ভেঙে মোরা ভিড়ব আবার ছোট্টো বাছুর ভেশে।

কোথাও তখন থাকবে না আর এটিএম পিন কোড,
হিংসে যাবে চুলোয় আর থাকবে না প্রতিশোধ।

হারিয়ে যাব  লুকোচুরি আর ধাপ্পা দেব আবার,
পড়তে বসার আগে আমরা দুধ মুড়ি করব সাবাড়।

বেঞ্চে বসে থাকবে না পা মাটির কাছা কাছি,
সময় পেলেই দৌরে দৌরে খেলব কানামাছি।

কথায় কথায় ভাব আরি তে কাটবে দিন দেদার,
Cast-ism  থাকবে না সেই তারিফ হবে মেধার।

চল না আবার ছুটে যাই যেথায় লাল রিবন  বাঁধা,
কমলা লেবু মুঠোয় ভরা ভাগ করব আধা আধা।

কিছুটা খুশি দেব তোকে, কিছু কুড়ব নিজের,
বদলে এই সময় ফিরব উনিশের আজকের।।

~ ফিরে দেখা ~
Print Friendly, PDF & Email
Previous articleRuposi Grand Canyon
Next articleSimple Tips for Better Sleep
Ishani Chattopadhyay
Bolar kichu nei.. :)
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments