যেমন রাতের শীতলতা
ভোরের উষ্ণ সূভ্রতায় মেশে,
যেমন রাতের দালানের তাঁরাদের দলবল
ভোর হলেই আকাশের সূভ্রতার আদরে লুকোয়ে,
আমি জানি !
একদিন আমাকেও
ঠিক এমন নিয়মেই তোমাতে মিশতে হবে |
আমি জানি আমার পথের দিক অনেক !
এটাও জানি,
প্রতিটা দিক তোমাতেই গিয়ে মিশছে ||
এক পালতোলা ‘নাও’ ঠিক যেন.
সময়ের স্রোতে পাল
কখনো আমার চাওয়া মেনে দুলছে..
কখনো আবার,
আমার আবদার কানে নেওয়ার ও বালাই দেখিনা !
তবে এই নাও তোমাতেই মিশবে
নিশ্চিত এ বিষয় ||
না আমি পালানোর পথের আবেদন করছিনা |
সে পথ যেমন নেই,
তেমন সে পথ খোঁজের বিন্দুমাত্র ইচ্ছেও
এ অন্তরে বাসা বাধেনি ||
আমি বুঝি তোমার ভালোবাসা,
আমি বুঝি প্রতিটা মূহুর্ত
আমার আসার অপেক্ষায় তোমার একলা কাটানো !
এটাও জানি আমার বিন্দু বিন্দু অস্তিত্ব
তোমার আত্মায় বিলীন হওয়াই নির্ণীত ||

তোমার প্রতি আমার প্রেম হয়তো বাধ্যতা !
তবে অকৃতজ্ঞ নই |
অকপটে স্বীকার করতে পারি,
আমার প্রতি তোমার প্রেম…
হর-পার্বতীর থেকেও অধিক সত্য ||
সত্যি এই যে,
তুমিই সত্য |
সত্যি এই যে,
তুমিই সৃস্টি |
আমার বিন্দু বিন্দু ধংশ,
তুমিই ভালোবেসে কাছে নেবে এটাই সত্যি,
সত্যিই যদি জানতে চাও,
আমার অন্তর !
সত্য আড়াল করবোনা ||
সন্ধীক্ষণ আসবেই ;
যে মূহুর্ত এক এবং অকাট্ট্য সাক্ষী হবে,,
আমার এ আত্মার
তোমার অন্তর আত্মায় বিলীন হওয়ার..||
সাধ এই টুকুই,
সূর্যের প্রথম প্রলেপে হোক এ আত্মার অভিষেক;
চন্দ্রের শীতলতায় হোক স্নান…;
এ নয়ন দুটি আমার,
সৌভাগ্য পাক তোমার সৃষ্টির
দৃশ্য পরিচিতির |
যেখানে তোমার আভিজাত্য..
ঝরণার ধারা হয়ে ,
পাহাড় পথে বেখেয়ালি পথ এঁকে
প্রবল গতিতে নেমে আসছে !
যেখানে তোমার সৌন্দর্য..
গভীর অরণ্যে,
তাবুর আসে পাশেই কোথাও
সিংহের গর্জণের ভীষনতায় অকৃত্তিম ধরা দিচ্ছে !

যে পথে ভোরের ঘাসতুলি,
পায়ের পাতায় শিশীরের আলপণা এঁকে দেয় !
যে পথ পুরোটাই অচেনা…
রাতের তাঁরার দল আমায় পথের দ্বিক চিনিয়ে দেয় !
সে পথেই আমার যাত্রা নির্ণীত হোক ;
পাখির দলের কিচিরমিচির,
খড়স্রতার বেগধ্বণি,
আমার শ্রবণ গুহায় অন্তীম পথিক হোক ||
নাসিকায় তৃপ্তি আনুক,
বৃষ্টি ধরা মাটির সেঁদো গন্ধ !
রাত্রির নিশ্চুপ শান্ত আদর খেয়ে,
এ অনুভুতির দুয়ার হোক বন্ধ !!
সাধ এই টুকুই,
নির্ণীত সন্ধিক্ষণে ,
তুষারিও বৃষ্টিতে স্বাগতম হোক্ মিলনের ;
এই টুকু ইচ্ছেই শুধু
অন্তরের এই টুকুই স্বার্থ !
আমি তো তোমারই
যেমন শুন্য আমায় দিয়েছিলে বিদায়;
ঠিক তেমন শুণ্য আমায়,
তুমিই তো ফিরে পাচ্ছো !!
সত্য তুমি আর সত্যি তোমার প্রেম |
এই আশায় তোমার ঠিকানার পথে পাড়ি দিয়েছি,
যে আমার ইচ্ছেগুলোর ,,
সম্মান বজায় নিয়ে তুমি ভাবছো !!

~ তোমার ঠিকানার পথে ~

Print Friendly, PDF & Email
Previous articleআঁধার শেষে
Next articleনারীত্ব
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments