কি হবে আর যন্ত্রণায় ?
এর থেকে চল দেখি,
কেমন করে রাত্রি ঘনায়-
প্রদীপ জ্বলে তুলসী তলায়।
কেমন করে মেঘলা দিনে
বিষণ্ণতা চাদর জড়ায়।
কেমন করে বৃষ্টি ঝরে-
জ্বলন্ত এই মাটির বুকে।
দুঃখ গুলো হারিয়ে ফেলে-
জ্বালাব আলো দিনের শেষ,
তোমায় আবার ভালোবেসে
ভুলবো অতীত কাছে এসে।

~ আঁধার শেষে ~

Print Friendly, PDF & Email
Previous articleখারাপ সকাল, ভালো দিন (পঞ্চম ও শেষ পর্ব)
Next articleতোমার ঠিকানার পথে
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments