https://www.youtube.com/watch?v=i5Wa7qNtHwI

যা ঘটে যায়, যা অতীত, তাকে আর কোনমতেই বদলানো যায় না, এ হল প্রকৃতির এক নিষ্ঠুর, অলঙ্ঘনীয় নিয়ম। সময় কেটে যায়, দিন চলে যায়, আর রয়ে যায় কিছু স্মৃতি, এবং কিছু আফসোস, যেগুলো মনের দরজায় বার বার ধাক্কা দিয়ে যায়, এবং বলতে থাকে- ‘এরকম হওয়ার কি সত্যিই কোন প্রয়োজন ছিল?’
এই সকল ভাবনার টুকরো থেকেই জন্ম নিল এই স্বল্প-দৈর্ঘ্যের ছবিটি, যার নাম ‘অল্প কিছু কথা’। ব্যাস্ত জীবনের থেকে অল্প কিছুটা সময় হয়ত আমাদের অতীতও পেতে চায়, নিজের মনকে হালকা করতে।
আমার পাশে থাকার জন্য আমি আমার দুই বন্ধু রাহুল ও শুভ্রজিতকে ধন্যবাদ জানাই। আর যেহেতু এরকম একটি কাজ সবে দ্বিতীয় বারের জন্য করছি, তাই এই ছবিটি নিয়ে আপনাদের মতামত জানতে পারলে খুবই ভাল লাগবে আমার। তাই অপেক্ষায় রইলাম।

 

~ “অল্প কিছু কথা”, একটি স্বল্পদৈর্ঘ্যর ছায়াছবি ~

LEAVE A REPLY

*